• ঢাকা
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউস সানি ১৪৪৬

‘শিশুদের মানুষ গড়তে সবাইকে সজাগ থাকতে হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৯:২২ পিএম
‘শিশুদের মানুষ গড়তে সবাইকে সজাগ থাকতে হবে’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “শিশুরা যাতে সুনাগরিক এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) ড. উত্তম কুমার দাশ, উপপরিচালক মো. আব্দুল আলীম, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম সরকার, থানা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সায়েম মো. তৌহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সাহা, উচ্চমান সহকারী খায়ের আহমেদ মজুমদার এবং অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া।

দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৬৩০টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি।

মোট প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন। মোট প্রাথমিক শিক্ষকের সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ২৯৩ জন। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:২৯। শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান ১০০ শতাংশ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মোট অনুমোদিত পদের সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ১৪৯টি। এর মধ্যে কর্মরত পদ সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৪৩টি।

Link copied!