• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

দিনব্যাপী আলোচনায়ও গুচ্ছ ইস্যুতে সমাধান মেলেনি ইবির


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৯:২১ পিএম
দিনব্যাপী আলোচনায়ও গুচ্ছ ইস্যুতে সমাধান মেলেনি ইবির

দিনব্যাপী আলোচনা করেও ২০২৪-২৫ বর্ষের ভর্তিতে গুচ্ছে থাকা না থাকা নিয়ে কোনো সমাধানে উপনীত হতে পারেনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। আলোচনা শেষে আগামী এক সপ্তাহ পর চূড়ান্ত সিদ্ধান্তের আশ্বাস দিয়েছে তারা।

রোববার (৫ ডিসেম্বর) গুচ্ছ ইস্যু নিয়ে শাখা ছাত্রদল, শাখা ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন ইবি সংসদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান উপস্থিত ছিলেন।

আলোচনায় গুচ্ছে থাকা না থাকার বিভিন্ন সুবিধা ও অসুবিধা তুলে ধরে কর্তৃপক্ষ। এসময় ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তির জন্য জোর দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “গুচ্ছে থাকা না থাকা নিয়ে আমরা একাডেমিক কাউন্সিলে শিক্ষকদের সঙ্গে কথা বলব। অনুষদের ডিনদের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

উল্লেখ্য, গত শনিবার (৪ জানুয়ারি) আসন্ন ২০২৪-২৫ বর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তির দাবিতে প্রশাসন ভবনে প্রায় দেড় ঘণ্টা তালা ঝুলিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাসে তালা খুলে দেন শিক্ষার্থীরা।

Link copied!