একাদশে ভর্তি আবেদনের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী বৃহস্পতিবার (১৩ জুন) পর্যন্ত আবেদন করা যাবে। এই আবেদনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার (১১ জুন)।
সোমবার (১০ জুন) এক জরুরি বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের সময় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন হবে তারাও এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ফেইক ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোক্রমেই-এর দায় বহন করবে না।
বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইট: https://www.xiclassadmission.gov.bd
এর আগে গত ১ জুন থেকে আবেদন ফি পরিশোধ না করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করার শর্তে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে পারছিলেন শিক্ষার্থীরা। সেই সুবিধা বাতিল করা হয়েছে। এখন থেকে আবেদন করার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে।