• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

ইডেন কলেজ ছাত্রলীগের দুই নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১২:৫৩ পিএম
ইডেন কলেজ ছাত্রলীগের দুই নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কার হওয়া দুই নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ওই দুই নেত্রী হলেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

রোববার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ আবেদন, ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের জন্য সম্মানহানির কারণ হয় এমন কোন কার্যকলাপে জড়িত থাকবে না, মর্মে অঙ্গীকার করায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস এবং শাখার সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীর ওপর আরোপিত বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।

গেল বছরের ইডেন শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে সংগঠনকে ব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিট বাণিজ্যের অভিযোগ ওঠে। এই ঘটনায় বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ছিল কলেজ ক্যাম্পাস। দুইবার মুখোমুখি অবস্থান ও মারামারির ঘটনাও ঘটে দুই পক্ষের। পাল্টাপাল্টি-ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহতও হন।

পরে ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ওই বছরের ২৩ নভেম্বর রাতে উল্লেখিত ২ জন ছাড়া ১৪ জন ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
 

Link copied!