ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। বুধবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর একটি পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “আমি আনুমানিক চার মাস আগেই পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করি। অদৃশ্য কারণে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়নি। এ পদে দায়িত্ব পালনে আমার কোনো স্বার্থ নেই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমি এ দায়িত্বটি নিয়েছিলাম। আমি ভিসিকে মৌখিকভাবেও বহুবার জানিয়েছি যে, আমি এ দায়িত্ব পালন করতে আগ্রহী নই। এই দায়িত্বে থেকে আমার ইমেজ সংকট তীব্রতর হয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। এখানে আমার কোনো স্বার্থ নেই।”