• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,

ইবি বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ফুয়াদ-তালুকদার


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৯:৩৩ পিএম
ইবি বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ফুয়াদ-তালুকদার
দায়িত্ব গ্রহণ। ছবি : প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ বর্ষের ফুয়াদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ বর্ষের সোলাইমান তালুকদার নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান ও সদ্য বিদায়ী সভাপতি শাহজাহান আলী এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হাসানুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক শাকিল মীর, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান লিমন, অর্থ সম্পাদক খায়রুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক হাসান তারেক, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ নূর মিনহাজ, বিতর্ক গবেষণা সম্পাদক মানিক ইসলাম সৌরভ, কার্যনির্বাহী সদস্য তামিম আশরাফ, তানভীর হাসান রবিন ও আশিদুল ইসলাম।

সোলাইমান তালুকদার বলেন, “এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব এবং চ্যালেঞ্জ মনে হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করব, আমাদের সোসাইটিকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার। এজন্য আমাদের বিতার্কিকদের সঠিক নার্সিংয়ের মাধ্যমে বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় দক্ষতাসম্পন্ন বিতার্কিক হিসেবে প্রতিষ্ঠিত করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব।”

Link copied!