বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি এই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়।
শুক্রবার (২৪ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ ইউনিটেই সর্বাধিক আবেদন জমা পড়েছে। এ বছর মোট ১ লাখ ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন বিজ্ঞান ইউনিটে। এ কারণে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সঙ্গে তারিখের নৈকট্য কমাতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুলসংখ্যক পরীক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বলে তাদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় তুলনামূলক অনেক কম পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এজন্য ৮ ফেব্রুয়ারির ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা পূর্ব ঘোষিত বেলা ১১টায় শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সংশোধিত তারিখ
২৫ জানুয়ারি কলা, আইন, সামাজিক বিজ্ঞান
১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট
৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট
এদিকে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ২ পর্বে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব হবে ৭-৯ ফেব্রুয়ারি।