• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কলকাতায় ‘সাহিত্য সম্মান ২০২৪’ পেলেন ড. সৌমিত্র শেখর


কলকাতায় ‘সাহিত্য সম্মান ২০২৪’ পেলেন ড. সৌমিত্র শেখর

ভারতের কলকাতার টেলিভিশন চ্যানেল হ্যালো কলকাতা ‘সাহিত্য সম্মান ২০২৪’ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বাংলা সাহিত্য ও সমালোচনায় বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) কলকাতার শ্যামবাজারের হ্যালো কলকাতা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্যের হাতে সাহিত্য সম্মান স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। হ্যালো কলকাতা নিউজ, ইভেন্ট, পিআর, ফিল্ম, মিডিয়া স্টাডিজ, পাবলিকেশন গ্রুপের পরিচালক শ্রী আশিস বসাক এই সম্মান ড. সৌমিত্র শেখরের হাতে তুলে দেন।

এ সময় আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারতের পরিচালক শিক্ষাবিদ দেবকন্যা সেন উপস্থিত ছিলেন।

সম্মান প্রদান অনুষ্ঠানে উল্লেখ করা হয়, বাংলাদেশের শিক্ষায়, বিশেষ করে উচ্চশিক্ষা ও কর্মশিক্ষায় প্রফেসর ডক্টর সৌমিত্র শেখরের যে অবদান তা অনস্বীকার্য। তার রচিত গ্রন্থ অধ্যয়ন করে এবং সেই ধারা অনুসরণ করে আজ দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কর্মসূত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। এই অবদানকে হ্যালো কলকাতা গভীরনিষ্ঠার সঙ্গে স্মরণ করছে। তিনি শিক্ষা প্রশাসক হিসেবে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা অনুসরণযোগ্য। তার রচিত গ্রন্থে গবেষণার যে গভীরতা তা বাংলাদেশি শুধু নয়, সমগ্র বাঙালির চিন্তাজগতে আলো ছড়ায়। অনুষ্ঠানে প্রফেসর ড. সৌমিত্র শেখরের কর্মময়জীবন ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

Link copied!