জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
রোববার (২ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো এবং ডোপ টেস্টের ফলাফল পজিটিভ এলে সে ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি জন্য অযোগ্য বলে বিবেচিত হবে বলে সিদ্ধান্ত হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব আলী রেজা বলেন, “ভর্তি কমিটি সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও ডোপ টেস্ট পজিটিভ হলে সে ভর্তি জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।”
অনলাইনে পছন্দের বিভাগ বিষয়ে আলী রেজা বলেন, “আগামী ১৩ মার্চ থেকে সাবজেক্ট চয়েজ শুরু হতে পারে। এই তারিখকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। ভর্তি কার্যক্রম এপ্রিল মাসের মাঝামাঝিতে শুরু হতে পারে।”
উল্লেখ্য, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হয়। এবারে ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন প্রতিযোগিতা করেন।