জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে উপাচার্য ড. সাদেকা হালিম বলেন, “যেকোনো ঘটনা ভুলবশত হয়, তিনিও ছোট মানুষ বুঝতে না পেরে এত বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাকে যেন আল্লাহ মাফ করে দেন। এ কামনা করি।”
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, দপ্তরের পরিচালক, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (১৫ মার্চ) রাতে আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকী ও জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করে ফেসবুকে পোস্ট দেন ফাইরুজ অবন্তিকা। এরপর ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।