• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাবিপ্রবি কর্মচারীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


শাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৯:০৯ পিএম
শাবিপ্রবি কর্মচারীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। ছবি- সংবাদ প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীদের সংগঠন ‘কর্মচারী ইউনিয়ন শাবিপ্রবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. ছাদেক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. কবির হোসেন পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, “খেলাধুলা মানবজীবনে অনেক উপকারিতা এনে দেয়। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি, সমস্ত বয়সের লোকদের মধ্যে কাজ করার আগ্রহ, দক্ষতা ও দৃঢ় আত্মবিশ্বাস তৈরি করে। নিয়মিত খেলাধুলার পাশাপাশি আপনারা আপনাদের দায়িত্ব কখনো অবহেলা করবেন না। সকলেই নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে কাজ করবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. মুর্শেদ আহমদ।

Link copied!