• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ১০:০১ পিএম
২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মে। এরপর ১০ থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

রুটিন অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র এবং ১৫ ও ১৭ এপ্রিল ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। গণিত পরীক্ষা হবে ২০ এপ্রিল। ২২ এপ্রিল ধর্ম, ২৩ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা নেওয়া হবে। ২৪ এপ্রিল কৃষি, গার্হস্থ্য বিজ্ঞান, সঙ্গীত, আরবী, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭ এপ্রিল পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং এবং ২৯ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা হবে। ৩০ এপ্রিল ভূগোল ও পরিবেশ, ৪ মে উচ্চতর গণিত ও সাধারণ বিজ্ঞান, ৬ মে জীববিজ্ঞান ও অর্থনীতি, ৭ মে হিসাববিজ্ঞান এবং ৮ মে বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা হবে।

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রওয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর কার্যক্রম শুরু হয়েছে চলছে ১ ডিসেম্বর থেকে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!