জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্যের ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd তে লগইন করে স্ব-স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৮ এপ্রিল হতে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ www.admission.jnu.ac.bd-তে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।
উল্লেখ্য, এবারের ‘ডি’ ইউনিটের দুইটি শিফটে মোট আসন সংখ্যা ৫৯০টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪টি। যার মধ্যে মানবিক ১৯২, বাণিজ্য ৩৩, বিজ্ঞান বিভাগের জন্য ৬৯। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯৬টি। যার মধ্যে মানবিক ১৯৩, বাণিজ্য ৩২ এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৭১ আসন।