উচ্চশিক্ষার অঙ্গনে শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দিতে এবং একাডেমিক সাফল্যকে উৎসাহিত করতে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি (ডিআইআইটি) ‘এমবিএ একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ আয়োজন করে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইআইটির প্রিন্সিপাল প্রফেসর ড. মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। এ ছাড়া এমবিএ প্রোগ্রামের বিভাগীয় প্রধান মো. ওমর ফারুক, বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবর্তনের আনন্দঘন মুহূর্ত
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সমাবর্তন অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, একাডেমিক পারফরম্যান্স এবং ভবিষ্যতের প্রতিশ্রুতিকে স্বীকৃতি দেওয়া হয়। স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিগ্রি প্রদানসহ কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
ডিআইআইটির এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা বরাবরই তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলে ৩ দশমিক ৯৬ সিজিপিএ পেয়ে ডিআইআইটির একজন শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছেন। এ ছাড়া প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী ৩ দশমিক ৫০-এর ওপরে সিজিপিএ অর্জন করেছেন। যা এক নজিরবিহীন সাফল্য।
সফলতার ধারাবাহিকতায় ডিআইআইটি
ডিআইআইটির এমবিএ প্রোগ্রাম থেকে এ পর্যন্ত ৫০০+ শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন, যার মধ্যে ৯৫ শতাংশ শিক্ষার্থী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং অনেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়েছেন। অনেকেই ড্যাফোডিল পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করছেন।

সম্মাননা ও বিশেষ আয়োজন
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ ছাড়া সমস্ত শিক্ষার্থীকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়েছিল বিভিন্ন ইনডোর গেমস প্রতিযোগিতা, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
বিশেষ পুরস্কার ও ক্যারিয়ার গাইডলাইন
এ বছর জুলাই বিপ্লবে অসামান্য অবদানের জন্য এক প্রাক্তন শিক্ষার্থীকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও ক্যারিয়ার গাইডলাইন এবং এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশন আয়োজন করা হয়, যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ারের দিকনির্দেশনা প্রদান করেন।
আনন্দে পরিপূর্ণ একদিন
অনুষ্ঠানটি গ্রীন গার্ডেন, ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত হয়। দিনভর ছিল হাসি-আনন্দ, খেলাধুলা, খাওয়া-দাওয়া এবং সমাবর্তন ফটোসেশন। শিক্ষার্থীরা দিনটিকে উপভোগ করেছেন এক অনন্য অনুভূতির মধ্য দিয়ে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একাডেমিক সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ডিআইআইটি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতার পথে এগিয়ে নেওয়াই ডিআইআইটির প্রধান লক্ষ্য।