• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাবি শিক্ষকদের টিচিং ইভ্যালুয়েশন কর্মশালা অনুষ্ঠিত


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৬:২৬ পিএম
ঢাবি শিক্ষকদের টিচিং ইভ্যালুয়েশন কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্তব্যরত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে “টিচিং ইভ্যালুয়েশন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ মে) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের কম্পিউটার ব্যবহারিক শ্রেণীকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রোগ্রাম এন্ট্রি, সিলেবাসে এন্ট্রি, কোর্স এন্ট্রি, একাডেমিক অপারেশন ক্রিয়েশন, কোর্স অফারিং কোর্স টিচার সিলেকশন, কোর্স ইনরলমেন্ট, এক্সাম কমিটি” বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ.টি.এম সামছুজ্জোহার ও পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানরনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের আই.সি.টি. সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান, বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান, আই.সি.টি. সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. সাদিক সরোয়ার আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এ্যান্ড লার্নিং (কোইটিএল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক এক্সিলেন্স ইন টিচিং-লার্নিং (ইটিএল) হিসেবে যাত্রা শুরু করার পর “টিচিং ইভ্যালুয়েশন” শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। মূলত পূর্বের কোইটিএল এর কর্মপরিধি অনুসরণে ইএলটি, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি), ডিউ ধারাবাহিকভাবে উচ্চ শিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা ও বিশেষ বক্তৃতার আয়োজন করে আসছে।

Link copied!