• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

সংঘর্ষ ও সহিংসতা এড়াতে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৩:৪৬ পিএম
সংঘর্ষ ও সহিংসতা এড়াতে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা
ঢাকা সিটি কলেজ। ফাইল ফটো

রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অবস্থায় সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধ এবং বৃহস্পতিবার (২৩-২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘোষণা দেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফএম মোবারক হোসাইন।

এর আগে এই দুই কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্সল্যাবরেটরি এলাকা। সংঘর্ষ থামাতে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এসময় শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

জানা গেছে, প্রথমে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায়। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে কলেজটির নামফলক খুলে নিয়ে আসে। তবে ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২ পক্ষের মধ্যে সংঘর্ষের পর দুপুরেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর দুপুরেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় শুরু হলে ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ২ পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে একে-অপরের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) মাসুদ আলম জানান, ঢাকা কলেজ, সিটি কলেজ ও পুলিশের ত্রিমুখী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ৫০ জন  আহত হয়েছেন। সকালে সিটি কলেজের গেট ভাঙচুর করে নামফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের তা ফিরিয়ে দেয়। এরপর লাঠিসোঁটা নিয়ে বের হয় সিটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়।

ডিসি মাসুদ আলম আরও জানান, লাঠিচার্জ  ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য ঢাকা ও সিটি কলেজের সামনে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!