• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাবি প্রাণিবিদ্যা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৯:৫১ পিএম
ঢাবি প্রাণিবিদ্যা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) স্ব স্ব বিভাগের মিলনায়তনে ওই নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক আজীবনের। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করে নবীন শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও শিক্ষা কাজে লাগিয়ে বিদায়ী শিক্ষার্থীরা স্ব স্ব কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততার সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন।”

পৃথক ওই নবীনবরণ ও বিদায় সংবর্ধনাতে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেফালী বেগম ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহার সভাপতিত্বে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং সহযোগী অধ্যাপক ড. রিফাত সামাদ বক্তব্য রাখেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!