ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন দপ্তরের সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় অনতিবিলম্বে পরিবহন সমস্যার স্থায়ী সমাধান ও এর রোডম্যাপ প্রণয়নের জোর দাবি জানান তারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সমাবেশ করেন তারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট ও অন্যান্য সহ-সমন্বয়কসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “ফিটনেসবিহীন গাড়ি নিয়ে আন্দোলন আজকে আমাদের প্রথম না। এই আন্দোলন ২০১৯-২০ সালে নিরাপদ সড়ক নিয়ে শুরু হয়। সেই আন্দোলনের ফলে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া মহাসড়কের সংস্কার দেখতে পাই। কিন্তু টেকসই সমস্যা সমাধান হচ্ছে না, রাস্তা সংস্কারের পরে কিছুদিন পর আবার আগের মতোই হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থী ভাই-বোনদের মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। পাশাপাশি ভাড়া করা ফিটনেসবিহীন বাস ও অদক্ষ বাস চালক। বিগত ১৬ বছরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকসহ সব জায়গায় দলীয়ভাবে অদক্ষ-অযোগ্য লোক নিয়োগ দেওয়া হয়েছে। আজকের ঘটনাটি আরও মর্মান্তিক হতে পারত। আগামী দিনে যাতে কেউ আহত না হয়, আমরা এর স্থায়ী সমাধান চাই।”
এদিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল আমিন ও শাখা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইসমাইল হোসেন রাহাত এক যৌথ বিবৃতিতে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণের দাবি জানান।
এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসগামী বাস মাঝপথে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে ২৫ জনের অধিক শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা। একইসঙ্গে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন বাস অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।