• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
ডিআইইউর শিক্ষার্থী হত্যা

নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাবিপ্রবি সাংস্কৃতিক জোট


শাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ১১:৫১ এএম
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাবিপ্রবি সাংস্কৃতিক জোট
ছবি: সংগৃহীত

সম্প্রতি এলাকাবাসি কর্র্তৃক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যা ও পরবর্তীতে শিক্ষার্থীদের উপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাবিপ্রবির সাংস্কৃতিক জোটের নেতারা।

বুধবার (৮ নভেম্বর) সাংস্কৃতিক জোটের সমন্বয়ক রাকিবুল ইসলাম রাকিব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জোট নেতারা বলেন, স্থানীয় দুবৃত্তদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যা ও পরবর্তীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চরম উদ্বেগজনক। শাবিপ্রবির সাংস্কৃতিক জোট এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই হত্যা ও হামলা স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলে মনে করছেন জোট নেতারা।

জোট নেতারা আরো বলেন, স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কারণে বর্তমানে শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থী হত্যার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!