• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

হৃদরোগে আক্রান্ত হয়ে জবি কর্মকর্তার মৃত্যু


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৯:১৫ পিএম
হৃদরোগে আক্রান্ত হয়ে জবি কর্মকর্তার মৃত্যু
দেবাশীষ সাহা। ফাইল ফটো

হৃদরোগে আক্রান্ত হয়ে দেবাশীষ সাহা নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্তব্যরত ছিলেন।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. জি. এম. আল-আমীন।

ড. জি. এম. আল-আমীন বলেন, “শনিবার রাত থেকেই তিনি অসুস্থ ছিলেন। রাতে শ্বাসকষ্ট হওয়ায় নেবুলাইজার নিয়ে তিনি ঘুমাতে যান। পরে ভোর চারটার দিকে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে আনা হলে ইসিজি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ চলে যাওয়ায় আমরা সকলেই শোকাহত।”

দেবাশীষ সাহার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরী এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। এছাড়াও তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ গভীর শোক প্রকাশ করেছেন।

Link copied!