জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ‘এমএসসি ইন সিএসই (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহীদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আসনসংখ্যা ৮০। আবেদন ফরমের দাম এক হাজার টাকা।
আবেদনের যোগ্যতা
কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি।
ভর্তি পরীক্ষা
ভর্তির জন্য আবেদনকারীদের ৮০ নম্বরের একটি লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অন্তত ৪০% নম্বর পেতে হবে।
এ পরীক্ষায় থাকবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান কোর্সগুলোর বিষয়াদি।
প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মৌখিক পরীক্ষা
প্রার্থীদেরকে একটি মৌখিক পরীক্ষা অংশ নিতে হবে। এ সময় সব মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্টস ও অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। লিখিত ভর্তি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
তিন সেমিস্টারে আট ধরনের ফি ও চার্জ মিলিয়ে সম্ভাব্য ১ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। এ চার্জ প্রয়োজনে পরিবর্তিত হতে পারে।
আবেদন পদ্ধতি
এই ওয়েবসাইট থেকে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ
৩ মে ২০২৪
লিখিত ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
৪ মে ২০২৪, সকাল ১০টা থেকে বেলা ১১.৩০টা পর্যন্ত।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।