• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাবিতে ফের ছাত্রলীগ-শিক্ষার্থীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৬:১৮ পিএম
ঢাবিতে ফের ছাত্রলীগ-শিক্ষার্থীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ করা হয়।

সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দু-পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। 
এসময় দু-পক্ষের মধ্যে প্রচুর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরপর ৪-৫টি ককটেল বিস্ফোরণ করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেট অবরোধ করে রেখেছে ঢাবি ও জবি ছাত্রলীগের নেতারা।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সংঘর্ষে জড়ান কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় দুই পক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলে। এতে বেশ কয়েকজন আহত হন।

সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাবির বিভিন্ন হলে স্লোগান দেন আন্দোলনকারীরা। দুপুর ১২টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তারা দুপুর ১টার দিকে অবস্থান নেওয়া শুরু করেন। সেই কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।

একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে যুক্ত হয়েছেন ঢাকা মেডিকেলসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Link copied!