ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসজুড়ে দুই দিনের পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকায় প্রথম দিনে জড়ো হয়ে পরিচ্ছন্নতার অভিযান শুরু করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।
এ সময় শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা ক্যাম্পাসের ঝাল চত্বর, মুক্ত বাংলা, প্রধান ফটক, ডায়না চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ করেন।
অভিযান শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “নিরাপদ ক্যম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। নিজেকে ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। এতে ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আমরা দুই দিনব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যতেও আমরা ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।“
সাহেদ আরও বলেন, “পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ডাস্টবিন ব্যবহার করতে দিয়েছেন সকলেই যেন তার যথাযথ ব্যবহার করি। খুব শীগগিরই আমরা ছাত্রদলের পক্ষ থেকেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করব।”