তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে আগামী একাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, ইনিস্টিউটের পরিচালক এবং হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত এক চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘ আলোচনা শেষে আগামী ২০-২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে এটি চূড়ান্ত নয়। একাডেমিক কমিটিতে আলোচনার পর সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিগগিরই শুরু করার বিষয়ে সবাই একমত হয়েছেন। ক্লাস শুরু হলেও পরীক্ষাগুলো আরেকটু সময় নিয়ে অনুষ্ঠিত হবে।