• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবিতে মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০১:১১ পিএম
ঢাবিতে মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি : সংগৃহীত

দীর্ঘ আড়াইমাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রলীগের ১০ নেতাকর্মী। এ সময় সবাই মুখে মাস্ক পরে ছিলেন।

বুধবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ এই কয়েকজনের দেওয়া স্লোগানের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি খুব ভোরে ধারণ করা হয়েছে।

এ সময় তারা ‘জনযুদ্ধের দেশটা শেষ, কোথায় আমার বাংলাদেশ’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লাল সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’সহ কয়েকটি স্লোগান দিয়ে দ্রুত মধুর ক্যান্টিন ত্যাগ করতে দেখা যায় এই ব্যক্তিদের। তাদের কারও পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।

Link copied!