• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১২ রমজান ১৪৪৬

ইবির প্রশাসনিক ২ পদে রদবদল


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০১:৫৮ পিএম
ইবির প্রশাসনিক ২ পদে রদবদল
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক পদে নতুন দুইজনকে নিয়োগ দিয়েছে প্রশাসন। এতে পরিবহন প্রশাসক হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে সাহেদ হাসান নিয়োগ পেয়েছেন।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত আলাদা অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস সূত্রে জানা যায়, পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী উক্ত পদ হতে অব্যাহতি চাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফকে নতুন পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগদান করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

আরেক অফিস আদেশে বলা হয়, ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে ড. আমানুর আমানকে ১২ মার্চ থেকে অব্যাহতি দেওয়া হলো। তিনি তার মূল পদ উপ-রেজিস্ট্রার হিসেবে অফিসে পুনরায় যোগদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাহেদ হাসান, উপ-রেজিস্ট্রার (তপ্রজ)-কে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ দায়িত্ব পালন করবেন এবং নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত পরিচালক সাহেদ হাসান বলেন, “নতুন প্রতিটা দায়িত্বেরই বাড়তি একটা চাপ থাকে। প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সততা, একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালনের চেষ্টা করব। যেহেতু জনসংযোগ অফিস, এখানে প্রকাশনা এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরার একটা বিষয় থাকে সেই জায়গা থেকে আমি সবার সহযোগিতা কামনা করছি।”

নবনিযুক্ত পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ বলেন, “এই দায়িত্বকে একটি আমানতদারিতা মনে করছি। আমার কোনো পারসোনাল ডিজায়ার বা মিশন নাই। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে ছাত্রবান্ধব করার জন্য যা যা করা দরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রুলস অনুযায়ী সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কাজে সবার সহযোগিতা কামনা করছি।”

Link copied!