ছয় দাবি আদায়ে রোববার (২০ এপ্রিল) সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে উল্টো আন্দোলনে নেমেছেন বুয়েটের শিক্ষার্থীরা। পলিটেকনিকের দাবিকে অযৌক্তিক মন্তব্য করেছেন তারা। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ও বুয়েটে আলাদা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
বুধবার থেকে রাজপথে আন্দোলন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইনস্ট্রাকটর পদে ক্র্যাফট ইনস্ট্রাকটরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিলসহ ছয় দাবি তাদের।
বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকের পরও সমস্যার সুরাহা হয়নি। শনিবার ১২টার দিকে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা। কুমিল্লার কর্মসূচিতে হামলার অভিযোগে ‘রাইজ ইন রেড’ নামে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন কর্মসূচি শেষে রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।
এদিকে পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে সোচ্চার বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবি, সহকারী প্রকৌশলী পদে পরীক্ষা দিয়েই আসতে হবে এবং স্নাতক পাস হতে হবে।