• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শাবিতে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান ‍বিভাগ


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৯:১৯ এএম
শাবিতে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান ‍বিভাগ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘রিমেম্বারিং দ্য রেড জুলাই’ শীর্ষক জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ। রানার্স আপ হয়েছেন অর্থনীতি বিভাগ।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১-০ গোলে জয় পায় সমাজবিজ্ঞান বিভাগ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও ফাইনাল হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী বিবেক সিংহ এবং সেরা গোল কিপার হয়েছেন একই বিভাগ ও একই ব্যাচের শিক্ষার্থী সুলতান।

ফাইনাল পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন টিম ও রানার্সআপ টিমের হাতে  ট্রফি ও প্রাইজমানি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম সরওয়াউদ্দিন চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন এবং প্রক্টর অধ্যাপক মুকলেসুর রহমান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “খেলাধুলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খেলাধুলা যেমন খেলোয়াড়দের জন্য উপকারী তেমনি দর্শকদের জন্যও। খেলাধুলা দেখার ফলে আনন্দ উল্লাসের সঙ্গে এক ধরনের প্লেজার হরমোন নিঃসরিত হয়। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আমি প্রত্যাশা করব, তোমরা সবসময় খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করবে।”

উল্লেখ্য, রিমেম্বারিং দ্য রেড জুলাই শীর্ষক জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি গত ৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। টুর্নামেন্টটিতে বিভিন্ন বিভাগের মোট ২৪টি টিম অংশগ্রহণ করেছে।
 

Link copied!