ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় ছেলে এবং মেয়েদের উভয় গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া এই প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেয়েদের গ্রুপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স-আপ হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
এসময় ড. এ এস এম মাকসুদ কামাল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “শারীরিক শিক্ষা ও খেলাধুলা শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী, দায়িত্বশীল, আত্মবিশ্বাসী করে তোলে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় নিজ নিজ প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে প্রতিনিধিত্ব করেন। এরকম প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ ও আন্তঃসম্পর্ক আরও জোরদার হবে।”
প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, “জুডো শুধুমাত্র একটি খেলা নয়, এটি হচ্ছে আত্মরক্ষার একটি কৌশল। শিক্ষার্থীদের শারীরিক গঠন ও সুস্থতা বজায় রাখতে পড়াশুনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার ওপর গুরুত্বারোপ করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন।
এসময় ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।