ফানুস উড়িয়ে মহান বিজয় দিবস উদ্যাপনে নতুন মাত্রা যোগ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক চত্বরে বেশ উৎসবমুখর পরিবেশে কর্মসূচি পালন করে তারা। সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহসমন্বয়ক নাহিদ হাসানসহ অন্যরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, এবারের উৎসবমুখর পরিবেশটা ভিন্ন ছিল। ফানুস ওড়ানোটা বিশেষ করে বেশি ভালো লেগেছে। ক্যাম্পাসে নিরাপত্তার সঙ্গে বিজয় উদ্যাপন হয়েছে। সর্বোপরি দিনটি খুবই ভালো কেটেছে।
ফানুস ওড়ানোর বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, “মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণের অনেক মাধ্যম আছে। আমরা ফানুস উড়িয়ে বীর শহীদদের স্মরণ করেছি। এভাবে বিভিন্ন মাধ্যমে আমরা শহীদদের স্মরণে রাখতে চাই। রবীন্দ্রনাথের একটা কথা আছে ‘অগ্নিস্নানে সূচি হোক ধরা’। আমরা এসব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুখী, সমৃদ্ধ এক বাংলাদেশ দেখতে চাই।”
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছরে পদার্পণ উপলক্ষে আমরা ফানুস উড়িয়ে আনন্দের একটি নতুন মাত্রা যুক্ত করেছি। এটি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদের উৎসর্গ করেছি। এর মাধ্যমে আমরা লড়াই সংগ্রাম ও জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে চাই।”