• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

২ বছর ক্যান্টিন বন্ধ: দুর্ভোগে শিক্ষার্থীরা


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৬:২৪ পিএম
২ বছর ক্যান্টিন বন্ধ: দুর্ভোগে শিক্ষার্থীরা

কলেজ ক্যান্টিন চালুর দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছেন বরগুনা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম রিমন। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, ছাত্রলীগ নেত্রী জান্নাত বিনতে ইউসুফ ও ছাত্রদল নেত্রী তাসলিমা।

তারা বলেন, “বরগুনা সরকারি কলেজে প্রায় ৮ থেকে ১০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। দীর্ঘদিন কলেজ ক্যান্টিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে গিয়ে খাবার কিনে খেতে হয়। অনেকের সামর্থ্য না থাকায় পেটে ক্ষুধা নিয়ে ক্লাস করেন।”

তারা আরও বলেন, “করোনার কারণে ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া হয়। এখন অবস্থা স্বাভাবিক হলেও তা চালু করতে অনীহা প্রকাশ করছেন কর্তৃপক্ষ। কিন্তু তা আবার চালু হলে শিক্ষক-শিক্ষার্থী কম খরচে খাবার খেতে পারবেন। তাই সবার স্বার্থে কর্তৃপক্ষের কাছে কলেজ ক্যান্টিনটি পুনরায় চালুর দাবি জানাচ্ছি।” 

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোতে বরগুনা থেকে অংশগ্রহণকারীদের পক্ষে ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!