• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রীড়াবিজ্ঞানে স্নাতকোত্তরে করার সুযোগ দিচ্ছে বিকেএসপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৪, ০৫:২০ পিএম
ক্রীড়াবিজ্ঞানে স্নাতকোত্তরে করার সুযোগ দিচ্ছে  বিকেএসপি
ক্রীড়াবিজ্ঞানে স্নাতকোত্তরে করার সুযোগ দিচ্ছে বিকেএসপি। ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপি ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স কোর্সে (অনাবাসিক) শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ক্রীড়াবিজ্ঞানের এ কোর্সে ভর্তি হতে আবেদন করতে হবে অনলাইনে।

যেসব বিষয়ে পড়া যাবে
এক্সারসাইজ ফিজিওলজি
স্পোর্টস সাইকোলজি
স্পোর্টস বায়োমেকানিকস ও
সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি)।

আবেদনের যোগ্যতা—
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান এবং স্নাতক পরীক্ষার যেকোনো একটিতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা জিপিএ-২.০০ থাকতে হবে;
এক্সারসাইজ ফিজিওলজি ও স্পোর্টস বায়োমেকানিকস বিষয়ে ভর্তিতে বিজ্ঞানে স্নাতক হতে হবে;
স্পোর্টস সাইকোলজি বিষয়ে ভর্তিতে স্নাতকে (সম্মান বা পাস) মনোবিজ্ঞান থাকতে হবে;
সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি) বিষয়ে ভর্তিতে বিপিএড বা এমপিএড থাকতে হবে। অথবা ন্যূনতম বিভাগীয় পর্যায়ের যেকোনো খেলোয়াড়/প্রশিক্ষকদের অগ্রাধিকার প্রদান করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র—
অনলাইনে আবেদনের সময় যেসব কাগজ সংযুক্ত করতে হবে—

  • সংশ্লিষ্ট বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকের (সম্মান বা পাস) সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি;
  • জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে গৃহীত মাইগ্রেশন সনদের সত্যায়িত কপি;
  • স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রতিষ্ঠানপ্রধানের গৃহীত প্রশংসাপত্র;
  • পাসপোর্ট সাইজের পাঁচ কপি ও স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি;
  • চারিত্রিক সনদ ও শিক্ষাবিরতি (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের কপি;
  • চাকরিজীবী প্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের অনুমতিপত্র।

আবেদন ফি—
এসব কোর্সের প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ৫০০ টাকা। টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।

ভর্তি ফি—
রেজিস্ট্রেশন ও ভর্তি ফি ৫ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা (ফেরতযোগ্য)। মাসে বেতন ৫০০ টাকা।

ভর্তি পরীক্ষা—
আবেদনকারী প্রার্থীদের ৩০ মের মধ্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করা প্রার্থীদের লিখিত পরীক্ষা ৫ জুন (বুধবার) বিকেএসপির ক্রীড়াবিজ্ঞান শাখায় বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলে ওয়েবসাইটে জানানো হবে।

সাক্ষাৎকার 
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৪ জুন উপপরিচালকের (ক্রীড়াবিজ্ঞান) অফিসকক্ষে অনলাইনে রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি, মূল সনদসহ সাক্ষাৎ করতে হবে।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!