বাংলা ভাষাকে বিশ্ব সমৃদ্ধময় বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, “বাংলা ভাষা বিশ্বের সমৃদ্ধময় একটি ভাষা। ৫২ সালে যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন আমরা তাদের অবদানকে স্মরণ করি। তাদের আত্মত্যাগের কারণেই পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। ভাষা শহীদ ও ভাষাসংগ্রামীদের অবদান অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে স্মরণ করছি।”
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাপুষ্পস্তবক অর্পণ করেন।