• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

‘বাংলাদেশ হাইকমিশনে হামলা, স্বাধীনতার ওপর আঘাতের শামিল’


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৩:০৪ পিএম
‘বাংলাদেশ হাইকমিশনে হামলা, স্বাধীনতার ওপর আঘাতের শামিল’

সম্প্রতি ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন লোকপ্রশাসন বিভাগের মনির হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের আদনান মোহন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের জহিরুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব ও উসামা।

মনির হোসেন বলেন, “ভারতে বাংলাদেশ হাইকমিশনে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে সেটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল। বাংলাদেশ বীরের জাতি গত ৫ আগস্ট স্বৈরাচারমুক্ত দেশ গড়তে যেভাবে সকলে একই ছাতার নিচে জড়ো হয়েছিল, একইভাবে নতুন কোনো সংকটে আমরা একসঙ্গে মোকাবিলা করব।”

ভারতের উদ্দেশে এই শিক্ষার্থী আরও বলেন, “ভারত প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে। তবে দেশটি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেনি। অতীতে বাংলাদেশের সংকট শিক্ষার্থীরা যেভাবে রুখে দিয়েছে, সেভাবে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দিতেও সজাগ থাকব।”

Link copied!