জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) বর্তমান ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাসের চলমান প্রকল্পের অগ্রগতি এবং বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের নির্মাণ কাজের বিষয়ে সরেজমিনে পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের একটি প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলে সিনিয়র ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন, সহকারী কোয়ালিটি ম্যানেজার ইঞ্জিনিয়ার সিদ্দিক এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিয়াদ উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সরেজমিনে দেখবেন ও ড্রোন স্ন্যাপ নিবেন এবং বাণী ভবন ও হাবিবুর রহমান হল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন প্রতিনিধিদলে সিনিয়র ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন।