• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গ্লোবাল পিস সামিটের জন্য আবেদন করা যাবে ১৫ ডিসেম্বরের মধ্যে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০২:১২ পিএম
গ্লোবাল পিস সামিটের জন্য আবেদন করা যাবে ১৫ ডিসেম্বরের মধ্যে
গ্লোবাল পিস সামিটের জন্য আবেদন করতে হবে ১৫ ডিসেম্বরের মধ্যে। ছবি: সংগৃহীত

গ্লোবাল পিস চেইন একটি আন্তর্জাতিক সংস্থা। বিশ্বে শান্তির প্রচার করা এবং আবেদনকারীর মধ্যে সম্প্রীতি, সহনশীলতা, ভালোবাসা, সহাবস্থান ও শান্তি তৈরি করা এ সংস্থার অন্যতম উদ্দেশ্য। আগামী বছরের গ্লোবাল পিস চেইনের সামিট ২২ থেকে ২৫ জানুয়ারি কাতারে অনুষ্ঠিত হবে।

বিশ্বের যেকোনো দেশের ১৬ থেকে ৪০ বছর বয়সী নাগরিকেরা অংশগ্রহণ করতে পারবেন। চার দিনের এ সম্মেলনের প্রতিনিধিরা সেমিনার, দলগত আলোচনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, দর্শনীয় স্থান ভ্রমণসহ নানা কার্যক্রমে অংশ নেবেন। এ সামিটের জন্য আবেদন করা যাবে ১৫ ডিসেম্বরের মধ্যে।

আবেদনের ফলাফল ২০ ডিসেম্বর ঘোষণা করবে এবং ২৪ ডিসেম্বরের মধ্যে অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান করতে হবে।

সামিটের সুযোগ-সুবিধা
বৈশ্বিক নেতাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ
সামাজিক উদ্যোক্তাদের সঙ্গে দেখা করার সুযোগ
দলগত আলোচনার সুযোগ
দলগত কাজের সুযোগ
ভিসা সহায়তা
পুরস্কার ও সনদ
গালা নাইট

আবেদনের যোগ্যতা
১৬ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন
শিক্ষার্থী ও তরুণ পেশাদারেরা অগ্রাধিকার পাবেন

আবেদন করতে ৩৫ মর্কিন ডলার দিতে হবে

আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!