• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

পারভেজ হত্যার প্রতিবাদে ইবিতে বৈষম্যবিরোধীদের সমাবেশ


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৯:১৬ পিএম
পারভেজ হত্যার প্রতিবাদে ইবিতে বৈষম্যবিরোধীদের সমাবেশ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডায়না চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যার ফলে সমাজে অপরাধপ্রবণতা বেড়েই চলেছে। অবিলম্বে পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।”

বক্তারা আরও বলেন, “পারভেজকে তুচ্ছ ঘটনা নিয়ে হত্যা করা হয়েছে, ইদানীং দেখা যাচ্ছে দেশে হত্যাকাণ্ড বেড়েই চলেছে কিন্তু বিচার বিলম্বিত হচ্ছে। আমরা দ্রুত পারভেজ হত্যার বিচার চাই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, “দেশে প্রতিদিনই হত্যার ঘটনা হচ্ছে। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছি না, আমরা আনোয়ারের জন্য, আছিয়ার জন্য আজ পারভেজের জন্য মানববন্ধন করছি। জানি না কাল কার জন্য আবার মানববন্ধন করতে হয়। খুনির কোনো দলীয় পরিচয় নাই।”

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, “গত ১৯ এপ্রিল সন্ধ্যায় পারভেজ ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেশে সকল ধর্ম, সংগঠন, দলের হোক না কেন সবার একমাত্র পরিচয় আমরা মানুষ। গত ১৫ বছর ভারতীয় আধিপত্যের অধীনে আমরা তনু, সাগর-রুনিসহ কোনো বিচার বহির্ভূত হত্যার বিচার পায়নি। আশা ছিল, জুলাই পরবর্তী সরকার আইনের বাস্তবায়ন করবে। কিন্তু আছিয়াসহ কোনো হত্যার দৃষ্টান্ত বিচার হয়নি, এটা একটা শঙ্কার জায়গা। সিসিটিভি ফুটেজ নির্ণয় করে দেশের সকল বিচার বহির্ভূত হত্যার দৃষ্টান্ত মুলক বিচার করতে হবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!