নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘চলো পালটাই’ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবিবা বিনতে লিয়াকত নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।
কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন, মাইশা বিনতে মাহমুদ (সহ-সভাপতি), শাহ রেজওয়ান ফাহিম (যুগ্ম সাধারণ সম্পাদক), ঐশ্বরিয়া চৌধুরী (অর্থ সম্পাদক), এইচ এম মোবাশ্বের (সহ-অর্থ সম্পাদক), মো. নূর রাব্বী (যোগাযোগ সম্পাদক), মো. আল আমিন (সহ- যোগাযোগ সম্পাদক), ফাতেমা ইসরাত ইতু (সহ-যোগাযোগ সম্পাদক), নুবায়রা হাফিজ (প্রকাশনা সম্পাদক), সাইফুল ইসলাম (সহ প্রকাশনা সম্পাদক), তমাল পাল (সহ প্রকাশনা সম্পাদক)।
এছাড়াও কমিটিতে আছেন, ইয়াসিন আরাফাত হিমেল (শিক্ষা সম্পাদক), ইব্রাহিম আল মাহমুদ ( সহ-শিক্ষা সম্পাদক), মোরশেদা আক্তার ( সহ শিক্ষা-সম্পাদক), ইয়াসিন আরাফাত (চিকিৎসা সম্পাদক), ফারজানা আক্তার আইভি (সহ-চিকিৎসা সম্পাদক), মো. তানভিরুল ইসলাম (সহ-চিকিৎসা সম্পাদক), মো. সুফিয়ান সোহাগ (সমাজ সচেতনতা সম্পাদক)
ইসমাতুন নূর সায়মা (সহ-সমাজ সচেতনতা সম্পাদক), চৌধুরী খালেদ মাহমুদ (বঞ্চিত শিশু সম্পাদক), আফিয়া ফাহমিদা বর্ষা (সহ-বঞ্চিত শিশু সম্পাদক), মো. গোলাম রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক), সায়মা তানজিম (সহ-দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক), সানজিদা ইসলাম সন্ধ্যা (পরিবেশ সম্পাদক) ও নাজিফা নাওয়াল নিজাম (সহ-পরিবেশ সম্পাদক)।