• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০, ১৪ রমজান ১৪৪৬

অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ১ দিনের ছুটি ঘোষণা


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৩:১৬ পিএম
অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ১ দিনের ছুটি ঘোষণা
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুযায়ী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৬ মার্চ) এক দিনের ছুটিতে থাকবে ঢাবি।  

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম।

ঢাবি কর্তৃপক্ষ জানায়, সাবেক উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে পরিবারের সম্মতিক্রমে জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে মাইকিং, শোকবার্তা প্রকাশ, কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতসহ প্রচলিত সকল আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে।

অধ্যাপক আরেফিন সিদ্দিক অসুস্থ হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন। তিনি অসুস্থ হওয়ার পরদিন (৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ তাকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।

Link copied!