• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাবিতে সর্বাত্মক কর্মবিরতি, চলছে ক্লাস-পরীক্ষাও


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ০২:২৩ পিএম
জাবিতে সর্বাত্মক কর্মবিরতি, চলছে ক্লাস-পরীক্ষাও
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

সর্বজনীন পেনশনব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে এর মধ্যে  কিছু বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সোমবার ( ১ জুলাই) থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে জাবি শিক্ষক সমিতি। এতে প্রায় সকল বিভাগের ক্লাস পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষকদের সকল দাপ্তরিক কর্মকাণ্ড পালন থেকেও বিরত থাকতে বলা হয়। 

এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষণা অনুযায়ী গত সপ্তাহের ২৫-২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি এবং রোববার (৩০ জুন) পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

ক্লাস-পরীক্ষার বিষয়ে জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা বলেন, “আমরা সকল বিভাগের সকল শিক্ষক ও সভাপতিদের অনুরোধ করেছি, যাতে কর্মবিরতির মাঝে তারা কোনো ক্লাস পরীক্ষার আয়োজন না করেন। তবে কোনো বিভাগে আয়োজিত হলে আমরা সেখানে গিয়ে তাদের ও তাদের বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। গতকাল আমরা সকল বিভাগেই এই বিষয়ে জনসংযোগ করেছি। আমরা সকল শিক্ষকদের স্বার্থে এই কর্মবিরতি পালন করছি। আশা করছি সরকার দ্রুত ব্যবস্থা নিবেন এবং আমরা পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু করতে পারব।”

Link copied!