ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়ার জেরে সোমবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ নিশ্চিত করেন।
ঢাবি প্রক্টর বলেন, চলমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে মর্মাহত। এমন পরিস্থিতিতে প্রশাসনিক মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ আগামীকাল সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে। আশা করি সব পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। প্রায় এক ঘণ্টা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকার পরে রাত ১টার দিকে ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।
একপর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা একযোগে ধাওয়া করেন সাত কলেজের শিক্ষার্থীদের। পরে সাত কলেজের শিক্ষার্থীরা প্রতিরোধ করলে এগোতে পারেননি ঢাবি শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নীলক্ষেত মোড়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজারেও সড়ক অবরোধ করেন তারা।
তাদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসির (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেছেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না। এমন ঘটনা খুবই নিন্দনীয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিকে প্রকাশ্যে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলেন শিক্ষার্থীরা।
একই সঙ্গে ৫ দফা দাবিও রাতের মধ্যে পূরণ করার দাবি জানান।
তাদের দাবিগুলো হচ্ছে
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।
অপরদিকে বিষয়টি নিয়ে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ে বিভিন্ন দাবি নিয়ে যাওয়া অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা হট্টগোল ও মব তৈরি করেছেন। আজ বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ সভা হবে।
রাতে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।