• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ এপ্রিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ১১:০৬ এএম
আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ এপ্রিল
আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ এপ্রিল। ছবি: সংগৃহীত

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের তারিখ প্রকাশিত হয়েছে।  আগামী ১৬ এপ্রিল শুরু হবে ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা শুরু হবে ৩০ জুন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, অনলাইনে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগামী ৪ এপ্রিল প্রকাশ করা হবে। এ সম্ভাব্য তালিকা থেকে ১৬ থেকে ২৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় ফরম পূরণ শেষ করতে হবে।

সব মাদ্রাসাপ্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে আলিম পরীক্ষার আবেদন ফরম পূরণের বিভিন্ন কার্যক্রম নির্দেশনা অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানে একই নামে একাধিক ছাত্র–ছাত্রী থাকতে পারে। সে ক্ষেত্রে ফরম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও পিতামাতার নাম মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করতে হবে। এর ব্যতয় ঘটলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করতে পারবে। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশনবহির্ভূত কোনো বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে বিষয়/বিষয়সমূহের পরীক্ষা কোনো যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

নিয়মিত শিক্ষার্থী প্রতি ফরমপূরণ ফি 
আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগে অতিরিক্ত বিষয়সহ মোট ৩ হাজার ১২০ টাকা, সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ মাহির বিভাগে ২ হাজার ৩৪০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে। এসব ফি জমা দেওয়ার শেষ দিন ২৮ এপ্রিল। ফির টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!