বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এবং গ্রীন বাড নার্সারী স্কুল, গোপিবাগ এর যৌথ উদ্যোগে টেলিস্কোপে আকাশ দেখবার ক্যাম্প এর আয়োজন করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) গ্রীন বাড নার্সারী স্কুলের শিক্ষর্থীসহ গোপিবাগ এলাকার স্থানিয় মানুষসহ প্রায় ৩৪০ জন এই পর্যবেক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। স্থানীয় শহীদ জিয়া খেলার মাঠে আয়োজিত ক্যাম্পে টেলিস্কোপে চাঁদ এবং বৃহস্পতি গ্রহ ও তার গ্যালিলিয়ান উপগ্রহগুলো দেখানো হয়।
সূর্যাস্তের আধঘন্টা আগে থেকেই চাঁদকে আকাশের পূর্ব অংশে দেখা যাচ্ছিলো। চাঁদ পর্যবেক্ষণ করতে করতে সন্ধ্যা নেমে আসে। মাথার উপরে জেনিথ পজিশনে গ্রহ রাজ বৃহস্পতিকে দেখা যায়। টেলিস্কোপে বৃহস্পতি গ্রহ এবং তার চারটি গ্যালিলিয়ান উপগ্রহগুলোর দেখা মেলে।