নানা নাটকীয়তা ছাপিয়ে ৪ বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা হতে শুরু ‘ই’ ইউনিটে মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৭৫ জন। জবির নিজস্ব পদ্ধতির এ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ব্যবহারিক অংশে ৪৮ এবং বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ থাকবে। এতে আসন প্রতি লড়বেন ২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, “পরীক্ষা আয়োজনে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। এক হাজার ৩৭৫ জন শিক্ষার্থীর পরীক্ষা আমরা এক শিফটেই সম্পন্ন করব।”
এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৩টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। তবে বিভিন্ন সমস্যার দেখিয়ে ৪ বছর পর এবার জবি গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা নিচ্ছে।