পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (২০ মে) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় আবেদন করেন ৪৯৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮৭৪ জন। গুচ্ছ পদ্ধতিতে ২২টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একইসঙ্গে অনুষ্ঠিত হয়। আগামী (২৭ মে) ‘সি’ ইউনিট ও (৩ জুন) ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, “জাতীয়ভাবে ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার অংশ হিসেবে আমরা প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করলাম। পরীক্ষা খুবই সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, প্রক্টরিয়াল বডি, সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, পরীক্ষার সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আগামী দিনগুলোতেও আমরা ইতিবাচক ধারা অব্যাহত রাখব।”