• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাবির ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবুল কালাম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৪:৫২ পিএম
জাবির ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবুল কালাম
ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.মো. আবুল কালাম আজাদকে নিয়োগ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের ব্যাপারে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘অধ্যাপক ড.মো. আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের সাময়িক দায়িত্ব প্রদান করা হলো।’

অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ সংবাদ প্রকাশকে  বলেন, বঙ্গমাতার নাম সম্বলিত হলের প্রভোস্টের দায়িত্ব পাওয়া নি:সন্দেহে সম্মানজনক। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। হলের আবাসনসহ অন্যান্য সংকট সমাধানে সংশ্লিষ্ট সকলের সাথে বসে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নিবো।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!