ছুটি ছাড়াই দিনের পর দিন অনুপস্থিত রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের সহকারী রেজিস্টার মোছা. মাহাবুবা আক্তার (লাভীন)। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে পদত্যাগের দাবি করেছে শিক্ষার্থীরা।
জানা যায়, ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল খোলার পর থেকে ওই হলের সহকারী রেজিস্টার মোছা. মাহাবুবা আক্তার ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এ ছাড়াও দায়িত্বহীনতা ও মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ, বহিরাগতকে হলের মধ্যে প্রবেশ করা, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ ও গালাগালি করা, উস্কানিমূলক মন্তব্য করা, আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরূদ্ধে করে রাখা, খেয়ালখুশি মতো অফিসে আসা যাওয়াসহ একাধিক অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা বলেন, ১৬ জুলাই আবু সাঈদের শহীদ হওয়ার উত্তাল সময়ে তারই ইন্ধনে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে বহিরাগতদের এনে রাজনৈতিক আশ্রয় দেওয়া ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি জানান।
মোছা. মাহাবুবা আক্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ১৮ আগস্ট পর্যন্ত ছুটিতে আছি, তাই অফিসে আসি না। আমারে যদি শিক্ষার্থীরা হলে না রাখতে চায় তাহলে রেজিস্ট্রার বারবার লিখিত অভিযোগ জমা দিক।”
তবে বিশ্ববিদ্যালয়ে সংস্থাপন শাখার উপ রেজিস্টার ড. মো. জিয়াউল হক বলেন, “১০ দিনের বেশি ছুটি নিতে হলে সংস্থাপন শাখা থেকে ছুটি নিতে হয়। কিন্তু তার ছুটি আবেদন আমাদের বা রেজিস্টার স্যারের কাছে আসে নাই। তিনি ছুটি বরাদ্দ করে নাই রেজিস্ট্রার স্যার।”