• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ৭৬৪ শিক্ষক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৯:২৯ পিএম
পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ৭৬৪ শিক্ষক
বাংলাদেশ সরকারের লোগো। ফাইল ফটো

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে কর্মরত ৭৬৪ জন শিক্ষক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের ৭৬৪ জন কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক পদে পদায়ন করা হলো।

এর মধ্যে অর্থনীতির ৫৬, আরবি ও ইসলাম শিক্ষা ২৯, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৪৬, ইংরেজির ২৬, ইতিহাসের ৩১, উদ্ভিদবিদ্যার ৪৮, কৃষিবিজ্ঞানের ৭, গার্হস্থ্য অর্থনীতির ১, গণিতের ৮৮, দর্শনের ৩৯, পদার্থবিদ্যার ৬৬, পরিসংখ্যানের ৬, প্রাণিবিদ্যার ৭২, ব্যবস্থাপনার ৫৫, বাংলার ৬, ভূগোলের ২৪, মনোবিজ্ঞানের ৯, রসায়নের ২২, রাষ্ট্রবিজ্ঞানের ১৮, সমাজকল্যাণের ১৩, সমাজবিজ্ঞানের ১, সংস্কৃতের ২, হিসাববিজ্ঞানের ৯৪, টিসিসি (বাংলা) ২, টিসিসি (বিজ্ঞান) ৩ জন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!