‘বিতর্কিত’ কাজ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সদ্যঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির ৬ নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। পূর্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা, খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করে ভিডিও প্রদানসহ বিভিন্ন অভিযোগের ওপর ভিত্তি করে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্দেশিত এক বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন ঢাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন ও মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগগুলোর তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে ছয় জনকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। তবে তদন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে।
গত ১৪ নভেম্বর ২৪২ সদস্যবিশিষ্ট ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।