চীনের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানান বৃত্তির সুযোগ দিয়ে থাকে। বর্তমানে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে চীন সরকার ৫৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে চীনে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এ বছরের বৃত্তির জন্য আবেদন চলছে।
এবৃত্তি পেলে সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে চীন সরকার। আবাসন সুবিধা এবং চিকিৎসা বীমার পাশাপাশি থাকবে মাসিক উপবৃত্তি (স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল/সিনিয়র স্কলারে আলাদা আলাদা উপবৃত্তি)।
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ–২০২৪–এ স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল/সিনিয়র স্কলার প্রোগামের জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনের প্রয়োজনীয় কাগজ
- জীবন বৃত্তান্ত
- জাতীয় পরিচয়পত্র
- পাসপোর্টের কপি
- মোটিভেশনাল লেটার
- অনলাইন আবেদনপত্র
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- রিকমেন্ডেশন লেটার
- স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)
- ভাষা দক্ষতার সনদ (আইইএলটিএস বা টোফেল)
- পুলিশ ক্লিয়ারেন্স।
আবেদনকারীর বয়স
স্নাতকে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ২৫ বছর
স্নাতকোত্তরে আবেদনের বয়স সর্বোচ্চ ৩৫ বছর
পিএইচডি করতে চাইলে বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর
জেনারেল স্কলার প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৪৫ বছর
সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৫০ বছর।
আবেদন পদ্ধতি
বাংলাদেশি শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদনের পাশাপাশি যাবতীয় নথি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে। স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল—তিনটির যেকোনও একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।আবেদনের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে আবেদন বিবেচনা করা হবে না।
চীন সরকারের কাছে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২৬ ডিসেম্বর ২০২৩, বিকেল চারটা পর্যন্ত।
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।